স্টাফ রিপোর্টার:
রাশিয়া ও চীনের প্রযুক্তি কিনে বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর ফলে দেশ দুটির টিকা দেশীয় কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তৈরির সব বাধা দূর হলো।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ বুধবার মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিষয়টি অনুমোদন করা হয়। বৈঠক শেষে এ তথ্য জানিয়ে অর্থমন্ত্রী জানান, দেশ দুটির সঙ্গে চুক্তি করার পর সংশ্লিষ্ট কোম্পানিগুলো টিকা উৎপাদন শুর করতে পারবে।
সেরা টিভি/আকিব