করোনা মহামারীর কারণে বিগত এক বছরেরও বেশী সময় ধরে বিশ্বব্যাপী জীবনধারায় ব্যাপক পরিবর্তন হয়েছে, অব্যাহত রয়েছে মানুষের জীবন ঝুঁকি এবং পরিস্থিতিতে এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রনে নয়। তা সত্বেও পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রয়াস অব্যাহত রয়েছে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশায়।
করোনাকালীন সময়ে উত্তর আমেরিকা থেকে অনেক প্রবাসী পরিবার বা পরিবারের সদস্যদের ব্যক্তিগত, পারিবারিক বা ব্যাবসায়িক কারণে বাংলাদেশে ভ্রমণ করতে হয়েছে। ইদানিং বাংলাদেশ সরকারের আদেশ মোতাবেক বিগত প্রায় এক মাস যাবৎ চলছে লকডাউন আদেশ, পাশাপাশি বাংলাদেশ-উত্তর আমেরিকার বিমান চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে। এমতাবস্তায়, অনেক প্রবাসী আমেরিকান-বাংলাদেশী বিভিন্ন জরুরী কারণে যারা বাংলাদেশে অবস্থান করছেন, তারা আটকা পড়ে আছেন। ফলশ্রুতিতে তাদের পরিবার, চাকরি, ব্যবসাসহ বিভিন্নভাবে তারা বিরাট ক্ষতি বা অনাকাঙ্খিত পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফোবানার পক্ষ থেকে প্রবাসী -আমেরিকান-বাংলাদেশীদের জন্য বিমান চলাচল খুলে দেয়ার বা উন্মুক্ত রাখার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে, যেন প্রবাসীদের এই ভোগান্তি, পেশাগত বা ব্যবসায়িক ক্ষতি বহন বা অনাকাঙ্খিত পরিস্থিতির স্বীকার হতে না হয়।
ফোবানার পক্ষ থেকে সকল প্রবাসী আমেরিকান-বাংলাদেশীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিষেশ অনুরোধ জানাচ্ছি, যেন অনতিবিলম্বে আমেরিকা-বাংলাদেশের বিমান চলাচল চালু করে এই সংকটময় পরিস্থিতির আশু সমাধান করা হয় ।