অনলাইন ডেস্ক:
পুরান ঢাকার আরমানিটোলায় রাসায়নিকের গুদাম থেকে সৃষ্ট আগুনে দগ্ধ আশিকুজ্জামান খান মারা গেছেন। বুধবার মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৬ দিন ধরে তিনি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। ওই আগুনে দগ্ধ আশিকের নববধূ ইসরাত জাহান মুনা এখনও আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
গত শুক্রবার আরমানিটোলায় আবাসিক ভবনের নিচে থাকা রাসায়নিকের গুদামে লাগা আগুন উপরের আবাসিক ফ্ল্যাটগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাঁচজন বাসিন্দা নিহত হন। দগ্ধ হন অন্তত ২৫ জন। আশিককে নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬ জনে।
সেরা টিভি/আকিব