ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারতের রাজধানী নয়া দিল্লিতে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করার পরিপ্রেক্ষিতে চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। শনিবার (১ মে) দিল্লির মুখ্য মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লকডাউনের মেয়াদ বাড়ানোর তথ্য জানিয়েছেন। গত ১৯ এপ্রিল থেকে দিল্লিতে লকডাউন চলছে।
এর আগেও এক দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছিল। আগামী ৫ মে লকডাউন শেষ হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হওয়ায় লকডাউন আরও বাড়ানো হলো।গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) শুধু দিল্লিতেই ২৭ হাজার করোনা রোগী শনাক্ত হয়। ২৪ ঘণ্টায় এ শহরে মারা যায় ৩৭৫ জন। টানা ১৩ দিন ধরে দিল্লিতে প্রতিদিন ২০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে।
সেরা টিভি/আকিব