অনেকেই সঠিক নিয়মে মাস্ক পড়ছেন না। কারো বা মুখে মাস্কই নেই। দোকান গুলোতে নেই সামাজিক দূরত্ব। বলা যায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই কেনাকাটা করছেন ক্রেতারা। করোনা সংক্রমণে ভয় উপেক্ষা করেই মার্কেটে আসা ক্রেতাদের অনেকেই বলছেন, সন্তানদের আবদার মেটাতেই তাদের মার্কেটে আসা। কেউ বা বলছেন, একরকম প্রয়োজনেই কেনাকাটা করতে হচ্ছে। এদিকে, গত কয়েকদিন ধরে বেচাবিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা থাকলেও ক্রেতারা শুনছেন না তাদের কথা।
মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য উপযোগী করে পোশাকে সাজানো উত্তরার মাসকট প্লাজাসহ অন্যান্য শপিং কমপ্লেক্সগুলোতে স্বাস্থ্যবিধি মেনেই কেনাকাটা করতে দেখা গেছে ক্রেতাদের। এসব মার্কেটের বেশিরভাগ দোকানেরই রয়েছে অনলাইন পেজ। ফলে করোনা পরিস্থিতির মধ্যে উভয় প্লাটফর্মেই তাদের বেচাবিক্রি ভালো হওয়ায় সন্তষ্ট তারা।
সেরা টিভি/আকিব