অনলাইন ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় কয়েকদিন ধরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাশাপাশি এবার স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল। কামান থেকে গাজায় গোলাবর্ষণ করছে ইসরায়েল। তবে পাল্টা জবাব দিচ্ছে ফিলিস্তিনও। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস মুহুর্মুহু রকেট হামলা চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়।
এবার ইহুদিবাদী ইসরায়েলের বিমান ঘাঁটি ও তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আইন ডোম স্টেশনে হামলা চালিয়েছে হামাস।
জানা গেছে, যে বিমান ঘাঁটি থেকে যুদ্ধবিমান উড়িয়ে ফিলিস্তিনের গাজায় বেসামরিক নাগরিকের ওপর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, সেই হাৎজেরিম ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হামাস। সেই সঙ্গে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কয়েকটি স্টেশনেও হামলাও চালিয়েছে সংগঠনটি। আল জারমাক্ব নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রেসটিভি।
সেরা টিভি/আকিব