মদ কিনতে লাইন ধরল ক্রেতারা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
মদ কিনতে লাইন ধরল ক্রেতারা - Shera TV
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

মদ কিনতে লাইন ধরল ক্রেতারা

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১

অনলাইন ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গে ১৫ দিনের লকডাউন শুরু হয়েছে আজ রবিবার (১৬ মে)। লকডাউনে যাতে মদের অভাব না হয় তাই আগেরদিন মদের দোকানগুলোতে লম্বা লাইন দিয়েছেন সুরাপ্রেমীরা। রাজ্যটির বেশিরভাগ এলাকাতেই এ দৃশ্য দেখা গেছে বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, মদের দোকানে মদিরাপ্রেমীদের লাইন যেন সব কিছুকে ছাপিয়ে গেল। অতি উৎসাহের জেরে কোথাও কোথাও বিশৃঙ্খলাও তৈরি হল। তা সামাল দিতে নামতে হল পুলিশকেও। অনেকেই মদের দোকানের দরজা বন্ধের সময় বাড়ি ফিরলেন মুখে বিজয়ীর হাসি ঝুলিয়ে। কেউ কেউ অবশ্য রইলেন নিষ্ফল-হতাশের দলেই।

প্রতিবেদনে আরো বলা হয়, রবিবার থেকে রাজ্যে ১৫ দিনের লকডাউন। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বাজার খোলা থাকবে বটে কিন্তু সেই তালিকায় মদের দোকান খোলার কোনও উল্লেখ নেই। ফলে শনিবার ঘোষণা শোনার পর থেকেই আচমকা সুরা সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কায় পড়েন সুরাপ্রেমীরা। তৈরি হয় উৎকণ্ঠাও, ঠিক আগের বছরের লকডাউনের মতো। তাই সন্ধ্যা ৭টা নাগাদ এসপ্ল্যানেডের একটি মদের দোকানের ফটক বন্ধ হতে দেখে এক ষাটোর্ধ্ব এক সুরাপ্রেমী আক্ষেপের সুরে বলেই ফেললেন, ‘কে জানে আবার কবে পাওয়া যাবে!’ তবে বিজয়ীর ভঙ্গিমায় তিনি শুনিয়েও দিলেন, ‘আপাতত স্টক পরিপূর্ণ।’

এ দৃশ্য শুধু কলকাতার নয়। গোটা রাজ্যেই একাধিক মদের দোকানে দেখা গিয়েছে এমন ছবি। হাওড়ার শিবপুরে একটি মদের দোকানের সামনে স্বাস্থ্যবিধি ভুলেই জড়ো হন সুরাপ্রেমীরা। কার আগে কে দোকানের জানালার সামনে পৌঁছবেন তা নিয়ে হুড়োহুড়ি বেধে যায়। পরিস্থিতি এমন হয় যে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় পুলিশকে। একই ছবি ধরা পড়েছে হুগলির ব্যান্ডেল, চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর-সহ বিভিন্ন এলাকার মদের দোকানগুলিতে। আশা-আশঙ্কার দোলাচলেই বিকেল ৫টা বাজার আগে থেকেই মদের দোকানে ভিড় জমিয়েছেন বহু মানুষ।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360