স্টাফ রিপোর্টার:
বজ্রপাতে নেত্রকোণায় আটজন সহ চার জেলায় ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৯ জন। নেত্রকোণার কেন্দুয়া, খালিয়াজুরী, মদন ও পূর্বধলা উপজেলায় বজ্রপাতে ৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৯ জন। মঙ্গলবার (১৮ মে) বেলা ৩টা থেকে বিকাল ৪টার মধ্যে বজ্রপাতে নিহতের এসব ঘটনা ঘটে। এর মধ্যে খালিয়াজুরীতে তিনজন নিহত ও পাঁচজন আহত, কেন্দুয়ায় ২ জন নিহত ও মদনে ২ জন নিহত এবং চারজন আহত হয়েছেন।
সকাল থেকে জেলায় ভারি বৃষ্টিপাত শুরু হয়। এর সঙ্গে বজ্রপাত। জেলার খালিয়াজুরী উপজেলায় মাঠে কাজ করার সময় তিন কৃষকের মৃত্যু হয়। নিহত তিনজন হলেন: জগন্নাথপুর গ্রামের ছেলু ফকিরের ছেলে ওয়াছেক মিয়া (৩৫), আমীর সরকারের ছেলে বিপুল মিয়া (৩২) ও বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন(২৮)।
খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম জানান, বিকাল সোয়া ৩টার দিকে খালিয়াজুরী উপজেলাতে বজ্রপাতসহ ভারি বৃষ্টি হচ্ছিলো। এসময় উপজেলার পুটিয়ার খালে ওয়াছেক, বিপুল ও মনির হোসেন মাছ ধরছিলেন। তখন বজ্রপাতের আঘাতে তারা ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া, কেন্দুয়া উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুইজন কৃষক মারা গেছেন। মারা যাওয়া কৃষকেরা হলেন: পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের মো. ফজলুর রহমান (৫৫)। নিহত বায়েজিদ বৈরাটী গ্রামের আসন খানের ছেলে আর নিহত ফজলু মিয়া কুণ্ডলী গ্রামের তরব আলীর ছেলে।
এদিকে, মদন উপজেলায় বজ্রপাতে আরো দুুইজনের মৃত্যু হয়। নিহতা হলেন: উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আতাবুর (২১) ও আব্দুল কাদিরের ছেলে শরিফ (১৮)।
এছাড়া, জেলার পূর্বধলা উপজেলায় একজন নিহত হয়েছেন।
এদিকে, বজ্রপাতে মানিকগঞ্জ পৌরসভার পৌলী এলাকায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজমত আলীর (৫০) বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলায়।
পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কবীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আজমত আলী পৌলী এলাকার কৃষক আব্দুল হকের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। বিকেলে ধানক্ষেত থেকে ধানের বোঝা মাথায় নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। এসময় তার ওপর বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে, সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের তাজ উদ্দিনের ছেলে আবু তাহের বজ্রপাতে মারা গেছেন।
এছাড়া, কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে এক কিশোর রাখাল নিহত হয়েছেন।
সেরা টিভি/আকিব