ভারতের গুজরাটে ১৯০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে তাওকতে - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ভারতের গুজরাটে ১৯০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে তাওকতে - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন

ভারতের গুজরাটে ১৯০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে তাওকতে

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

অনলাইন ডেস্ক:

ভারতের গুজরাট উপকূলে ঘণ্টায় প্রায় ১৯০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় তাওকতে। আজ সোমবার (১৭ মে) রাতে এক টুইট বার্তায় তথ্যটি জানিয়েছে আবহাওয়া অফিস। এটি এখন ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি পোরবন্দর ও মহুভার মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে। এ সময় ঘণ্টায় এটি ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বাতাসের গতি বজায় রাখবে। আশপাশের অঞ্চলে অত্যন্ত শক্তিশালী বাতাস বইছে।

ঘূর্ণিঝড় তাওকতের প্রভাবে ভারতের মহারাষ্ট্রে কমপক্ষে ছয়জন মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মুম্বাইতে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১১৪ কিলোমিটার বেগে আঘাত হেনেছে। প্রচণ্ড বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে শহরটির অনেক স্থান তলিয়ে গেছে। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র বাতাসের কারণে বান্দ্রা-ওয়ারলি সমুদ্র যোগাযোগটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

তাওকতের প্রভাবে উপকূলীয় রাজ্য কর্ণাটকে ৮ জন মারা গেছেন। রাজ্য বিপর্যয় পরিচালন কর্তৃপক্ষের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কন্নড়, উদুপি, উত্তরা কন্নড়, কোডাগু, চিক্কামাগুরু, হাসান ও বেলাগাভি এই সাতটি জেলার ১২১ গ্রাম ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360