ডিবির হাতে সাংবাদিক রোজিনার মামলা হস্তান্তর - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
ডিবির হাতে সাংবাদিক রোজিনার মামলা হস্তান্তর - Shera TV
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

ডিবির হাতে সাংবাদিক রোজিনার মামলা হস্তান্তর

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১

স্টাফ রিপোর্টার:

অফিশিয়াল সিক্রেট অ্যাক্টে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা গোয়ন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৯মে) দুপুরে আলোচিত এ মামলাটি আনুষ্ঠানিকভাবে ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয় এখন থেকে মামলাটি তদন্ত করবে গোয়েন্দা পুলিশ।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা ও নথি নিজের কাছে রাখার অভিযোগে গেল সোমবার রাজধানীর শাহবাগ থানায় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ ওসমানী বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। রোজিনা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে এই মামলায় রোজিনা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়।

এরপর গতকাল মঙ্গলবার রোজিনা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

প্রসঙ্গত, গেল সোমবার (১৭ই মে) পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাকে ৬ ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। এ সময় একটি কক্ষে আটকে রাখার পাশাপাশি তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। ঘটনার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন রোজিনা। ঘটনার এক পর্যায়ে রোজিনাকে হাসপাতালে নেয়ার কথা বলে শাহবাগ থানায় নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

গণমাধ্যমকর্মীরা রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রাখার কারণ জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

এদিকে, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা, মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণমাধ্যমকর্মীরা।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360