স্টাফ রিপোর্টার:
ঈদের ষষ্ঠ দিনেও ঢাকাগামী যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে শিবচরের বাংলাবাজার ঘাটে। বুধবার ভোর থেকেই কর্মস্থলে যেতে যাত্রীদের এ চাপ দেখা যায়। যাত্রীরা জানিয়েছেন, সকালে রোদের তাপ ও গরম কম থাকে। এ কারণেই ভোরে তারা যাত্রা শুরু করেছেন। তবে বাংলাবাজার ঘাটে এসে ভিড়ের চাপে পরতে হচ্ছে ঢাকাগামী যাত্রীদের।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে সব ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় ঘাটে পৌঁছতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে যাত্রীদের। ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে দক্ষিণাঞ্চল থেকে যাত্রীরা আসছেন শিবচরের বাংলাবাজার ঘাটে। গণপরিবহন বন্ধ থাকায় থ্রি হুইলারে করে যাত্রীদের বাড়তি ভাড়া দিয়ে আসতে হচ্ছে ঘাটে।
সেরা টিভি/আকিব