বদলে গেল জিমেইল অ্যাপ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বদলে গেল জিমেইল অ্যাপ - Shera TV
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

বদলে গেল জিমেইল অ্যাপ

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১

সেরা টেক ডেস্ক:

অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে গুগলের ইমেইল সেবা জি-মেইল। নতুন এসব পরিবর্তনের মাধ্যমে জি-মেইল অ্যাপে গুগল চ্যাট অ্যাপ ইনটিগ্রেশন চালু করা যাবে, ব্যবহার করা যাবে মেইল, মিট এবং রুমস। আগে এ চ্যাট মেসেজিং অ্যাপ গুগল ওয়ার্ক স্পেসে ব্যবহারকারীরা ব্যবহার করতে পারতেন। তবে এখন থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে এসব ব্যবহার করা যাবে। এছাড়াও আইফোন এবং অ্যান্ড্রয়েডে এখন থেকে জি-মেইল অ্যাপে ৪টি ট্যাব থাকবে। তা হলো- জি-মেইল, চ্যাট, মিট এবং রুমস।

যেভাবে চালু করতে হবে চ্যাট ফাংশন জি-মেইল অ্যাপের এই চ্যাট ফাংশনটি আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও চালু করার জন্য প্রথমে জি-মেইল অ্যাপের আপডেটেড ভার্সনটা ইন্সটল করতে হবে। এরপর জি-মেইল অ্যাপ খুলে এবং স্ক্রিনের ওপরের বাম দিকে স্যান্ডউইচ মেন্যুতে ট্যাপ করতে হবে। সেখানে থাকা অপশন থেকে সেটিংসের নিচে স্ক্রল করতে হবে। এখান থেকে ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। এবার “Chat (early access) > toggle এনেবল করতে হবে।

এখানে নতুন ভার্সনের জি-মেইল অ্যাপে ৪টি ট্যাব পাওয়া যাবে, সঙ্গে থাকবে নতুন ধারার একটি চ্যাট বক্স। চ্যাট এবং মিট অপশন মাইক্রোসফট টিমস, জুম এবং স্ল্যাকের মতো ভিডিও মিটিং এবং ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলোর জন্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত জি-মেইল অ্যাকাউন্টগুলোও হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে।

গুগল চ্যাট ইন্টারফেসের মধ্যে মিডিয়া এবং ফটোশেয়ার করা যাবে, ফাইল শেয়ার করার জন্য গুগল ড্রাইভের এক্সেস থাকবে, ভিডিও চ্যাটের জন্য সরাসরি গুগল মিটে স্যুইচ করতে হবে। সবচেয়ে সুবিধার বিষয় হচ্ছে, এখন আর জি-মেইল, চ্যাট, মিট ও রুমের জন্য ব্যবহারকারীকে আলাদাভাবে বিভিন্ন অ্যাপে স্যুইচ করতে হবে না।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360