বাজারে এলো ইয়ামাহার ১২৫ সিসি বাইক - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বাজারে এলো ইয়ামাহার ১২৫ সিসি বাইক - Shera TV
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

বাজারে এলো ইয়ামাহার ১২৫ সিসি বাইক

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১

সেরা টেক ডেস্ক:

নতুন মডেলের বাইক আনল ইয়ামাহা। ইয়ামাহা এক্সএসআর ১২৫। সম্প্রতি ইউরোপের বাজারে ছাড়া হয়েছে। কমিউটার মডেল। একবারে নিউ রেট্রো লুক দেওয়া হয়েছে বাইকে।

অটো পোর্টালগুলোর মতে, ইয়ামাহা এক্সএসআর ১৫৫ এর নিচের সেগমেন্টে আনা হচ্ছে এই নয়া মডেল। ইতিমধ্যে ইয়ামাহা এক্সএসআর ১২৫ এর একটি ভিডিও প্রকাশ করেছে কোম্পানি। যাতে দেখা যাচ্ছে, একেবারে এমটি ১২৫-এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনুসরণ করা হয়েছে নতুন মডেলে।

মূলত, ডেইলি কমিউটারের কথা মাথায় রেখেই এই বাইক এনেছে ইয়ামাহা। পাওয়ার প্যাকড মোটরের সঙ্গে দেওয়া হয়েছে একাধিক ফিচার। চালানোর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ঠিক করা হয়েছে রাইডিং ডায়নামিকস। চওড়া হ্যান্ডেলবারের সঙ্গে দেওয়া হয়েছে আপরাইট পজিশনিং। যাতে সহজেই দীর্ঘক্ষণ আরামে বাইক চালাতে পারবে রাইডার। ফুট পেগসেও আনা হয়েছে নতুনত্ব। যার ফলে দীর্ঘক্ষণ গাড়ি চালালেও ক্লান্ত হবেন না বাইকার।

ইয়ামাহা এক্সএসআর ১৫৫ মডেলের মতোই ডিজাইন রাখা হয়েচে এক্সএসআর ১২৫ বাইকটিতে। রাউন্ড হেডলাইটের ভিতরেও নয়া লুক দিয়েছে কোম্পানি। ইউএসডি ফ্রন্ট ফর্কসের সঙ্গে বডি কালার্ড ফেন্ডার দেওয়া হয়েছে বাইকে। তেলের ট্যাঙ্কে দেওয়া হয়েছে নতুন স্ট্রিপ। যা বাইকে স্পোর্টি লুক দিয়েছে। বাইকে নিও রেট্রো লুক এনেছে টেইল ল্যাম্প। রয়াল এনফিল্ডের মতো ইন্ডিকেটর লুকসের টেইল ল্যাম্প পেয়েছে নতুন বাইকটি।

বাইকে দেওয়া হয়েছে ১২৫ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে কোম্পানির আর ১২৫ মডেলে। ১১.৫ এনএম-এর সর্বোচ্চ টর্কে ১৫ পিএস পাওয়ার জেনারেট করে এই বাইক। নয়া পাওয়ার হাউসে দেওয়া হয়েছে ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360