ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। উভয় পক্ষ থেকে বৃহস্পতিবার যুদ্ধবিরতির ঘোষণা এসেছে বলে আল জাজিরা, বিবিসি ও রয়টার্স জানিয়েছে।
যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি বৈঠকে বসে।বিবিসি জানিয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভা মিশরের প্রস্তাবিত চুক্তিতে রাজি হয়ে যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, এই যুদ্ধবিরতি হবে সমঝোতার ভিত্তিতে এবং নিঃশর্ত।
সেরা টিভি/আকিব