সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
প্রতি বছর ঈদ উপলক্ষে প্রচার হয়ে আসছে ঈদের বিশেষ ‘ইত্যাদি’ এবং প্রতি ঈদেই গ্যালারি উপচে পড়া হাজার হাজার দর্শকের মুখরিত মঞ্চে হানিফ সংকেত দর্শকদের জানান ঈদ মোবারক এবং সাদর সম্ভাষণ। তবে এবার সেই চিত্রে কিছুটা ব্যতিক্রম ঘটেছে। কারণ করোনা নামক অদৃশ্য ভাইরাসের কারণে সবকিছুর মতো থমকে গেছে ইত্যাদিও। তাই স্বাস্থ্যবিধি মেনে এবার চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ইত্যাদি ধারণ করা হয়নি। ইতিপূর্বে প্রচারিত কয়েকটি ঈদ ইত্যাদির বেশ কয়েকটি পর্ব সংকলন করে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে এবারের ইত্যাদি।
যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। সংকলিত অনুষ্ঠান হিসেবে ঘোষণা দেয়া হলেও হানিফ সংকেতের দুর্দান্ত ছন্দময় গ্রন্থনায় এবারের অনুষ্ঠানটি করোনাকালে ঘরবন্দি মানুষের বিষণ্ন মনে এনেছে প্রশান্তি। শুধু টিভির দর্শকই নয়, এবারের ইত্যাদি প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই ঝড় তুলেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমেও।
অত্যন্ত উপভোগ্য একটি ইত্যাদি উপহার পেয়ে দর্শকরা যে খুশি হয়েছেন তার বহিঃপ্রকাশ ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসায়। এবারের ঈদ পর্বটি একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।
সেরা টিভি/আকিব