বিনোদন ডেস্ক:
এ বছরের ফেব্রুয়ারিতে নতুন ছবির জন্য চুক্তি সই করেন আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলী। নাম ‘লিডার, ‘আমিই বাংলাদেশ’। এটি পরিচালনা করবেন নবাগত চলচ্চিত্র নির্মাতা তপু খান। প্রযোজনা করবে বেসরকারি টিভি চ্যানেল আরটিভির মালিকানাধীন বেঙ্গল মাল্টিমিডিয়া। এটি শাকিব-বুবলী জুটির ১২ নম্বর ছবি হতে চলেছে।
কিন্তু চুক্তি সইয়ের পর দুই মাস কেটে গেলেও এখনো অন হয়নি লাইট-ক্যামেরা। কবে শুরু হবে ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর কাজ? এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান জানান, চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় শুটিং শুরু করা হয়নি।’
তিনি বলেন, ‘আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। করোনার এই প্রকোপ কিছুটা কমলেই আমরা শুটিংয়ে নামবো। শাকিব খান এবং বুবলীও সেভাবেই নিজেদের লুক প্রস্তুত করেছেন। আমাদের টার্গেট থাকবে টানা ৩০দিন শুটিং করার। যত দ্রুত শুটিং শেষ করা যায় ততই ভালো। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করছে।’
আশিক রহমানের কথায় স্পষ্ট, শাকিব-বুবলীকে আবার কবে একসঙ্গে দেখা যাবে, তা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপরে। চলমান বিধিনিষেধ যদি আরও বাড়ানো হয়, তবে আরও পেছাতে পারে ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর শুটিং। যদি বিধিনিষেধ উঠে গিয়ে আবার সবকিছু আগের মতো চালু হয়, তবে হয়তো খুব শিগগিরই ক্যামেরার সামনে দেখা যাবে শাকিব-বুবলীকে।
সেরা টিভি/আকিব