অনলাইন ডেস্ক:
মাউন্ট এভারেস্টে কোভিড সংক্রমণে আক্রান্ত হয়েছেন অন্তত ১০০ পর্বতারোহী ও তাদের সহযোগী। আগে থেকেই বিশ্বের সর্বোচ্চ এই শৃঙ্গে কোভিড সংক্রমণের আশঙ্কা করা হচ্ছিল। এবারই প্রথমবারের মতো এর সত্যতা পাওয়া গেলো। এ খবর দিয়েছে ফক্স নিউজ।
অস্ট্রিয়ার পর্বতারোহী গাইড লুকাস ফার্টেনব্যাচ গত সপ্তাহে ভাইরাসের ভয়ে তার পর্বতারোহণ বাতিল করেন। কিন্তু তারপরেও তার দলের অন্তত ৬ জনের কোভিড শনাক্ত হয়েছে। তিনিই জানান, বেজ ক্যাম্পে অন্তত ১০০ জনের কোভিড পজেটিভ শনাক্ত হয়েছে। এই সংখ্যা ২০০ও ছাড়াতে পারে। তিনি আরো বলেন, বেজ ক্যাম্পে আরো অনেক মানুষ কোভিড পজেটিভ সে বিষয়ে তিনি নিশ্চিত।
কারণ, সেখানে প্রচুর মানুষকে তিনি অসুস্থ দেখেছেন।
গত এপ্রিল থেকে মোট ৪০৮ জন বিদেশী পর্বতারোহীকে এভারেস্টে আরোহণের অনুমোদন দেয়া হয়। এতোদিন ধরে নেপালি কর্তৃপক্ষ এভারেস্টে কোভিডের উপস্থিতি অস্বীকার করে আসছিল। গত বছরও এভারেস্টে আরোহণ বন্ধ ছিল। তবে এ বছর এটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দেশটি।
সেরা টিভি/আকিব