জামিন পেলেন স্বর্ণা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
জামিন পেলেন স্বর্ণা - Shera TV
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

জামিন পেলেন স্বর্ণা

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

প্রতারণা, অর্থ আত্মসাৎ, হত্যাচেষ্টার অভিযোগ এনে দায়ের করা মামলার বাদী সৌদি প্রবাসী কামরুল হাসান জুয়েলের জিম্মায়ই জামিন পেয়েছেন নায়িকা রোমানা ইসলাম স্বর্ণা (৪০)। সম্প্রতি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের ভার্চুয়াল আদালত তার জামিন মঞ্জুর করেন। শনিবার (২২ মে) সিএমএম আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান মন্ডল এই তথ্য জানিয়েছেন।  তিনি বলেন, স্বামীর সাথে আপোসের শর্তে তার জিম্মাতেই জামিনে মুক্তি পেয়েছেন স্বর্ণা।

এবিষয়ে কামরুল হাসান জুয়েলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জানান, ‘ঈদের আগেই তার জামিন হয়েছে। আমার আইনজীবী জামিনের বিরোধীতা করেছিলেন। এরপর আদালত তার জামিন মঞ্জুর করেন।’ আপোসের কোনো কথাবার্তা চলছে কি না জানতে চাইলে বলেন, না এধরনের কোনো কথাবার্তা চলছে না। ২/১ দিনের মধ্যে জরুরী কাজে সৌদি আরব চলে যাবেন বলে জানান। তবে অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

এদিকে আদালত সূত্রে জানা যায়, জামিন শুনানির সময় উপস্থিত ছিলেন কামরুল ইসলাম জুয়েল। তিনি আদালতকে জানান, জামিন দিলে তার কোনো আপত্তি নেই। জামিন আদেশ হওয়ার পর জামিননামা কাশিমপুর কারাগারে নিয়ে যান তিনি। পরে স্বর্ণা কারাগার থেকে বের হলে তাকে গাড়ীতে করে বাসায় দিয়ে আসেন।

আরও জানা যায়, স্বর্ণার মা আশরাফি আক্তার শেলী এবং ছেলে আন্নাফি ইউসুফ ওরফে আনানকে আগেই জামিন করিয়ে নেন কামরুল হাসান জুয়েল। এরপর স্বর্ণাকে নিজ জিম্মায় জামিন করান। গত ১১ মার্চ স্বর্ণার স্বামী সৌদি প্রবাসী কামরুল হাসানের দায়ের করা মামলায় লালমাটিয়া ডি ব্লক এর একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তারা কারাগারেই ছিলেন।  গত ২০ এপ্রিল স্বর্ণার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ কিছু ভিডিও গোপনে ধারণ করেন স্বর্ণা।  টাকা না-দিলে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। এভাবে স্বামীকে ব্ল্যাকমেইলের ফাঁদে ফেলেন স্বর্ণা। এক পর্যায়ে স্বামী বাধ্য হন স্বর্ণাকে ডিভোর্স দিতে।  তবে ডিভোর্স আইন অনুযায়ী হয়নি বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।

স্বর্ণা নিজেকে চিত্রনায়িকা দাবি করলেও তিনি বিজ্ঞাপনে পরিচিত মুখ। ২০১৫ সালে স্বর্ণা অভিনীত ‘রানআউট’ সিনেমাটি মুক্তি পায়।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360