ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারতে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৫৪ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার (২৪ মে) এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস। ইউনিয়ন মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার (এমওএইচএফডব্লিউ)-এর বরাত দিয়ে খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৪ হাজার ৪৫৪ জন। এসময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন।
চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়ার পর ভারতে এ ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জনের। এতে দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন।
সেরা টিভি/আকিব