অনলাইন ডেস্ক:
সৌদি আরবে মসজিদে মাইক ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। শুধু আজান ও ইকামতের সময় ছাড়া মসজিদের মাইকের ব্যবহার না করা এবং মাইকের শব্দ তিনভাগের একভাগে নামিয়ে আনার নির্দেশ দেয়া হয়।
রবিবার দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এ বিধিনিষেধ আরোপ করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। গালফ নিউজের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের এ বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদের আশপাশের বাড়ির অসুস্থ, বৃদ্ধ এবং শিশুদের ওপর মাইকের শব্দের বিরূপ প্রভাব পড়ে। এছাড়া মাইকে কোরআন তেলাওয়াত প্রচার হলে এবং কেউ তা মনোযোগ দিয়ে না শুনলে পবিত্র কোরআনকে অসম্মান করা হয়।
দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে মহানবী (সা:) এর একটি হাদিসকে ভিত্তি করে, যেখানে বলা হয়েছে-‘তোমরা সবাই নীরবে সৃষ্টিকর্তাকে ডাকছ, আল্লাহকে ডাকতে গিয়ে একজন অপরজনকে কষ্ট দেবে না।’ পাশাপাশি জ্যেষ্ঠ ইসলামী চিন্তাবিদদেরও পরামর্শ নেয়া হয়েছে বলে জানানো হয়।
সেরা টিভি/আকিব