ডেস্ক রিপোর্ট:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর এই সংখ্যা গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি। এ নিয়ে দেশে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৪১ জনে। এছাড়া গেল ২৪ ঘন্টায় দেশের ৪৮৬টি ল্যাবে ১৬ হাজার ৬২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১ হাজার ৬৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জনের করোনা শনাক্ত হলো। মঙ্গলবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আর জানানো হয়, নমুনা পরীক্ষা অনুপাতে করোনা শনাক্তের হার ১০.০৮ শতাংশ। এছাড়া, একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৯ জন। গেল ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২.৫০ শতাংশ। আর করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪০ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৪ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৭ শতাংশ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনায় দ্বিতীয় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করে মৃতের সংখ্যা।
এদিকে, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৬ কোটি ৮০ লাখ ১৭ হাজার ৩৯৪ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৮৮ হাজার ২৭৩ জনের। এছাড়া বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ১৪ কোটি ৯৩ লাখ ৬১ হাজার ৪০৬ জন।
সেরা টিভি/আকিব