স্পোর্টস ডেস্ক:
ইউরোপা লিগের শিরোপা নির্ধারনী ম্যাচে রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ২য় ইংলিশ ক্লাব হিসেবে ৮ম মেজর ইউরোপিয়ান ফাইনাল খেলতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। নিরপেক্ষ ভেন্যু পোল্যান্ডে ম্যাচ শুরু রাত ১টায়। ইউরোপা লিগের জমজমাট ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হবে দু’দল। দুইয়ে থেকে প্রিমিয়ার লিগ শেষ করার পর ম্যানচেস্টার ইউনাইটেডের লক্ষ্য এখন ইউরোপা লিগের শিরোপা। ট্রফি জেতার জন্য তারা যে কতটা মরিয়া, কাভানিদের সাথে স্যার অ্যালেক্স ফার্গুসনের পোল্যান্ড গমনেই তা স্পষ্ট হয়ে যায়।
এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দু’দল। তবে, জয় নিয়ে ফিরতে পারেনি কেউই। মজার বিষয় হলো, চারটি ম্যাচই হয়েছে গোলশূন্য ড্র। হাইভোল্টেজ ম্যাচের আগে ক্যাপ্টেন হ্যারি ম্যাগুয়ারের ফিটনেস নিয়ে এখনও উদ্বিগ্ন ম্যানইউ বস। ইনজুরির কারণে ফাইনাল মিস করবেন অ্যান্থনি মার্শিয়াল ও ফিল জোনস। অন্যদিকে, ফাইনাল অনিশ্চিত ভিয়ারিয়ালের স্যামিউল চাকউজ ও হোয়ান ফয়দেয়াতের। ম্যানইউ কোচ হিসেবে ওলে গানার সুলশারের ঝুলিতে নেই কোনো ট্রফি। আজকের ম্যাচ জিতলে তিন মৌসুম পর আবারো ইউরোপার শিরোপা ঘরে তুলবে ইউনাইটেড।
ম্যানইউ কোচ ওলে গানার সুলশার বলেন, আমাদের দলটা বিশ্বের সেরা দল। আমি ছেলেদের মধ্যে জেতার আত্মবিশ্বাস দেখেছি। উনাইও তার টিমকে ভালোভাবে সাজিয়েছে। তাই যেকোনো কিছুই হতে পারে এই ম্যাচে। তবে আশা করছি আমরাই জিতব। অন্যদিকে উনাই এমেরি এরই মধ্যে কোচ হিসেবে টানা তিনবার ইউরোপা লিগের শিরোপা জয়ের উল্লাস করে ফেলেছেন। তার সামনে সুযোগ আছে প্রথম কোচ হিসেবে চারটি ইউরোপা কাপ ট্রফি জেতার। ২০১৯ সালে গানারদের ইউরোপা লিগের ফাইনালে তোলার কারিগর এই এমেরি। কিন্তু দায়িত্ব নেয়ার ১৮ মাসের মাথায় তাকে বরখাস্ত করে আর্সেনাল। তবে ক্ষোভ পুষে রাখেন নি তিনি।
ভিয়ারিয়াল কোচ উনাই এমেরি বলেন, ইংলিশ কোনো দল বা মানুষের ওপর প্রতিশোধ নেয়ার ইচ্ছা আমার নেই। ফাইনালে ভিয়ারিয়ালকে জেতানোই আমার লক্ষ্য। এতেই আমি সম্মানিত বোধ করব। ইউরোপা লিগের শিরোপা ইংল্যান্ড যাবে নাকি স্পেনে, তা নিশ্চিত হওয়া যাবে আজ রাতেই।
সেরা টিভি/আকিব