বিনোদন ডেস্ক:
জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’-এর প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বড়ুয়া রনি মারা গেছেন। গতকাল ভোর ৫টা ১০ মিনিটে মিরপুরের ডেল্টা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। রনি এক বছর ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন বলে জানান ‘সোলস’-এর গায়ক পার্থ বড়ুয়া। পাঁচ দশক ধরে সংগীতের সঙ্গে যুক্ত রনি। সাজেদ ও লুলুকে নিয়ে ১৯৭৩ সালে চট্টগ্রামে ‘সুরেলা’ নামে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। এক বছর পর নাম বদলে রাখেন ‘সোলস’। এর পরে ব্যান্ডটিতে যোগ দেন তপন চৌধুরী ও নেওয়াজ। পরবর্তী সময়ে নকীব খান, পিলু খান ও আইয়ুব বাচ্চু যোগ দিয়েছিলেন ব্যান্ডটিতে। ব্যান্ডটি সারা দেশে জনপ্রিয়তা পায়। রনির মৃতদেহ গতকাল চট্টগ্রাম শিল্পকলা একাডেমি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলায় নেওয়া হয়।
সেরা টিভি/আকিব