অনলাইন ডেস্ক:
লকডাউনকালীন নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিয়ে করায় ১৩০টি বিয়ে অবৈধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭শে মে) ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার এ ঘোষণা দেয়। করোনা সংক্রমণ ঠেকাতে ভারতের মধ্যপ্রদেশে লকডাউনের সময় সব ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা ছিল। তবে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাজ্যজুড়ে অন্তত একশ’ ৩০টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সরকারি নির্দেশ অমান্যের দায়ে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ওই বিয়েগুলো অবৈধ ঘোষণা করা হচ্ছে। এছাড়া এরইমধ্যে বিভিন্ন জেলা প্রশাসকদের বিয়ের সনদপত্র না দিতে আদেশ দেয়া হয়েছে। এদিকে, ভারতে করোনায় মোট মারা গেছে তিন লাখ ১৫ হাজার সাতশ ২৬৩ জন। একদিনে মারা গেছে তিন হাজার আটশ’ ৪২ জন, শনাক্ত দুই লাখ ২২ হাজারের বেশি। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত দুই কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯
সেরা টিভি/আকিব