স্টাফ রিপোর্টার:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাবে থাকা পুলিশের ৫০ জন কর্মকর্তাকে আকস্মিক বদলি করা হয়েছে। এই তালিকায় ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৪০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) রয়েছেন। এর আগে র্যাব থেকে এত কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়নি।
বদলি কর্মকর্তাদের নতুন কর্মস্থলে ৩ জুনের মধ্যে স্ট্যান্ড রিলিজ করে ৪ জুন যোগদান করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের র্যাব থেকে নিজ বাহিনীর বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। বদলির আদেশটিতে স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
সেরা টিভি/আকিব