চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে পোশাক শ্রমিককে দল বেঁধে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের বায়েজিদ থানার শেরশাহ কলোনী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারী মুন্না নামে পূর্বপরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা করতে শেরশাহ কলোনী এলাকায় যান। এ সময় মুন্নাকে মারধরে করে ওই নারীকে দলবেঁধে ধর্ষণ করে গ্রেপ্তারকৃতরা। এরপর ভুক্তভোগী নারী বাদি হয়ে মামলা করলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। চিকিৎসার জন্য ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সেরা টিভি/আকিব