স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ প্রথমবারের মত মহারণে ম্যানচেস্টার সিটি, চেলসির সামনে দ্বিতীয়বার ট্রফি জয়ের হাতছানি। প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটি। লিগ কাপ, প্রিমিয়ার লিগ শিরোপার পর তাদের সামনে মৌসুমের তৃতীয় ট্রফি জেতার সুযোগ। অন্যদিকে, টমাস টুখেল জাদুতে বদলে যাওয়া চেলসির সামনে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয়বার ট্রফি জয়ের হাতছানি। স্যাটারডে নাইটে পোর্তোতে ফাইনালকে সামনে রেখে পর্তুগাল পৌঁছেছে দুদলই।
সুন্দর এক পৃথিবী, চারদিকে শোরগোল, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গ্যালারি তো এমনই হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই সব ওলট পালট করে দিল মহামারী করোনা।
ঘরবন্দী জীবন থেকে বেরিয়ে এসেছে মানুষ। খুঁজেছে বিনোদনের মাধ্যম। তাইতো স্বাস্থ্যবিধি মেনে এখন অনেকটাই স্বাভাবিক ফুটবল কার্যক্রম। ইউরোপের পাঁচটি লিগের খেলা শেষ। দরজায় কড়া নাড়ছে আরো একটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।
এই তো কদিন আগেই প্রিমিয়ার লিগ শিরোপা জেতার উল্লাস করেছে সিটিজেনরা। এবার ইউসিএলের ফাইনালে তারা, তাও প্রথমবারের মতো। অন্যদিকে শিরোপায় চেলসির নাম বসেছে একবার। দুইবার ফাইনালও খেলেছে তারা।
তবে, সেতো অনেক আগে। যখন চেলসিতে খেলতো ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ফার্নান্দো তোরেস, দিদিয়ের দ্রগবারা। দিন বদলেছে, বদলে গেছে সময়ও। প্রিমিয়ার লিগ ও লিগ কাপের চ্যাম্পিয়ন এখন সিটি। তাদের থেকে ১৯ পয়েন্ট পিছিয়ে থেকে লিগ শেষ করেছে চেলসি।
চেলসির ভরসা এখন টমাস টুখেল। ল্যাম্পার্ডের বিদায়ের পর তার জাদুতে বদলে গেছে চেলসি। সিটির বিপক্ষে শেষ দুই ম্যাচে অজেয় তারা।
ফাইনালের ভেন্যু নিয়েও নাটক কম হয় নি। তুরস্কের কামাল আতাতুর্ক স্টেডিয়ামের পর লন্ডনের ওয়েম্বলি, সব পেছনে ফেলে পোর্তোকে ফাইনালের ভেন্যু হিসেবে বেছে নিয়েছে উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে এরই মধ্যে পর্তুগাল পৌঁছেছে দুই দল।
চেলসির দ্বিতীয় নাকি ম্যানচেস্টার সিটির প্রথম? শিরোপা যেই উচিয়ে ধরুক, রঙ কিন্তু নীল। হোক সেটা গাড় কিংবা হালকা।
সেরা টিভি/আকিব