সেরা টেক ডেস্ক:
ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ নিরাপত্তা নীতিমালা ইস্যুতে জনপ্রিয়তা হারিয়েছে। এ কারণে অনেক ব্যবহারকারীই হোয়াটসঅ্যাপের বিকল্প প্ল্যাটফরমে যোগ দেয়। এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ভিন্ন নম্বরে চ্যাট স্থানান্তরের সুযোগ পাবে ব্যবহারকারীরা। এরই মধ্যে ফিচারটি নিয়ে কাজও শুরু হয়েছে। ওয়াবেটাইনফোর বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে, ভিন্ন ফোন নম্বরে চ্যাট স্থানান্তর করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এ সম্পর্কিত একটি ফাংশনও নজরে এসেছে ওয়াবেটাইনফোর। আশা করা হচ্ছে, পরবর্তী আপডেটে এ ফিচার সবার জন্য উন্মুক্ত করবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
নতুন ডিভাইসে হোয়াটসঅ্যাপ লগইন করলে শুরুতে ভিন্ন নম্বরে চ্যাট স্থানান্তরের ফিচারটি চোখে পড়বে। তখন এ সুযোগ গ্রহণ না করলে পরবর্তীতে আর চ্যাট স্থানান্তর করা যাবে না। এ সম্পর্কে হোয়াটসঅ্যাপের নির্দেশনা থাকবে এমন- এই স্টেপ স্কিপ করলে পরবর্তীতে আর চ্যাট স্থানান্তর করতে পারবেন না। ভিন্ন নম্বরে চ্যাট স্থানান্তর করার সঙ্গে সঙ্গে ভিডিও এবং ছবিও স্থানান্তর করতে পারবেন ব্যবহারকারীরা। ঠিক কবে ফিচারটি চালু হবে, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সেরা টিভি/আকিব