অনলাইন ডেস্ক:
ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পরিচালনা পর্ষদের নির্বাচনে চমক দেখিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে আবার ক্লাবটির পরিচালক নির্বাচিত হয়েছেন।
শেখ রাসেল ক্রীড়াচক্রের সদ্যসাবেক কমিটির সভাপতি ছিলেন সায়েম সোবহান আনভীর। আজ শনিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শেখ রাসেল ক্রীড়াচক্রের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে ৩০টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬০ জন। ৯৮ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৮৮টি। প্রত্যেক ভোটারকে ৩০টি পরিচালক পদেই ভোট দেয়া বাধ্যতামূলক ছিল। ত্রিশটি পদে ভোট না দেয়ায় চারটি ব্যালট বাতিল হয়। ফলে ৮৪টি ভোট বৈধ বলে গণ্য হয়।
নির্বাচিত ৩০ জন পরিচালকের মধ্যে ৮৪টি ভোট পেয়েছেন মাত্র তিনজন। তারা হলেন- সদ্য বিদায়ী চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর, নঈম নিজাম ও ইমদাদুল হক মিলন। গণমাধ্যমের দুই পরিচিত মুখ নঈম নিজাম ও ইমদাদুল হক মিলন এবারই প্রথম দেশের শীর্ষ ক্লাবের পরিচালক নির্বাচিত হয়েছেন।
সেরা টিভি/আকিব