নিজ বাসা থেকে পুলিশ ইন্সপেক্টরের মরদেহ উদ্ধার - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
নিজ বাসা থেকে পুলিশ ইন্সপেক্টরের মরদেহ উদ্ধার - Shera TV
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

নিজ বাসা থেকে পুলিশ ইন্সপেক্টরের মরদেহ উদ্ধার

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১

স্টাফ রিপোর্টার:

ফেনী জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর সফিউল আজম সফিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ মে) বিকেলে, ফেনী শহরের মধ্যম চাড়িপুর এলাকার চৌধুরী পাড়াস্থ আশিক মনজিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ট্রাফিক ইন্সপেক্টর সফিউল আজম একাই ঘরে থাকতেন। তার পরিবার ঢাকায় থাকেন। গত শুক্রবার (২৮ মে) রাতে সফিউল আজম নিজ কর্মস্থল থেকে ভাড়া বাসায় ফিরেন। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। একপর্যায় আজ দুপুরে দুগন্ধ বের হলে বাড়ির মালিক মনির আহম্মদ বাহির থেকে ঘরের দরজা বন্ধ দেখেন। এসময় কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, র‌্যাব, সিআইডি, পিবিআইসহ আইন শৃংঙ্খলা বাহিনীর একাধিক দল।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে মৃত্যুবরণ করতে পারেন। তবু বিষয়টি ব্যাপকভাবে খতিয়ে দেখা হচ্ছে।

নিহত সফিউল আজমের বাড়ি টাঙ্গাইল জেলায়।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360