পটুয়াখালীতে মা হল পাগলিটা বাবা হয়নি কেউ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
পটুয়াখালীতে মা হল পাগলিটা বাবা হয়নি কেউ - Shera TV
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

পটুয়াখালীতে মা হল পাগলিটা বাবা হয়নি কেউ

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১

প্রতিনিধি,বাউফল:

পটুয়াখালীর বাউফলের মানসিক ভারসম্যহীন এক পাগলি  ফুটফুটে কণ্যা সন্তানের জন্ম দিয়েছে। সোববার সকাল ৯টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর মাতবর বাজার এলাকায় সন্তান জন্ম দেয় ওই পাগলি। পাগলির নাম পরিচয় কিছুই জানা যায়নি। জানা যায়নি কে পাগলির সন্তানের বাবা।

স্থানীয়রা জানায়,প্রসব ব্যাথায় কাতর রোববার (৩০ মে) সন্ধ্যা রাত থেকেই। মানসিক রোগী বলে এগিয়ে আসছিলনা কেউ। কারো আবার ধারণা এগিয়ে আসলে প্রশ্ন উঠতে পারে সন্তানের দায়িত্ব নিয়ে। তাই সারারাত প্রসব ব্যাথায় কাতরিয়ে আজ সোমবার সকাল ৯টার দিকে কাঁচা বাজারের খোলা ঘরেই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন পাগলি। পরে রেনুবালা নামে একজন মহিলা  সামান্য পরিস্কার পরিচ্ছন করেন।

পটুয়াখালী পলিটেকনিক ইন্সিটিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র স্থানীয় মাহমুদুল হাসান জানান, চার পাঁচমাস ধরে স্থানীয় লোকজন মানসিক রোগীটাকে দেখে আসছিল এলাকায়। গতকাল রাতে সন্তান প্রসবের ব্যাথায় আকুতি মিনতি করলেও এগিয়ে আসছিলনা কেউ। রাতে প্রসব ব্যাথায় কাতরায়ে অবশেষে গভীর রাতে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় সে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এএসএম সায়েম জানান, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন আমাকে অবহিত করলে জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকা থেকে ওই মানুষিক রুগীটিকে নবজাতক সহ আজ সোমবার বেলা ১টার দিকে উদ্ধার করি। তাদের নিবির পর্যবেক্ষণে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মা ও নবজাতক সুস্থ রয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা সহ তারা তদারকি করছেন। তবে ওই মানসিক রোগী কোন অঞ্চলের তার কোন তথ্য পাওয়া যায়নি।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360