সেরা টেক ডেস্ক:
দীর্ঘদিন পর বাজারে নতুন ফোন আনল আসুস। সম্প্রতি আসুস তাদের জেনফোন সিরিজে নতুন মডেল এনেছে। ফোনগুলো হলো-জেনফোন ৮ জেড এবং জেনফোন ৮ জেড ফ্লিপ। বিশ্ববাজারে আসুস জেনফোন ৮ জেডের দাম ৫৯৯ ইউরো। জেনফোন ৮ জেড ফ্লিপের দাম ৭৯৯ ইউরো।
চলতি মাসে বিশ্ববাজারে প্রকাশ হয়েছে ফোন দুটি। সেই কারণে মনে করা হচ্ছে নাম আলাদা হলেও একই থাকতে পারে ফোনের বৈশিষ্ট্যগুলো। জেনফোন ৮ জে মডেলে ৫.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকছে। অন্যদিকে জেনফোন ৮ জে ফ্লিপে থাকছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। উভয় ফোনে সুপারঅ্যামোলিড ডিসপ্লে ব্যবহৃত হয়েছে।
আসুস জেনফোন ৮ ফোনের ক্যামেরায় থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। অন্য মডেলেও ট্রিপল ক্যামেরা সেটাপ থাকছে।
সেরা টিভি/আকিব