অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলিম পরীক্ষার্থী ছেলেকে খুন করে পালিয়ে যাওয়া মা নাসরিন আক্তার আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও নিহতের পরিবার। সোমবার রাতে নরসিংদী জেলা শহরের বাজিড়মোড় এলাকায় নিরালা নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে নাসরিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নরসিংদী থানা পুলিশ জানায়, হোটেলের কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। পরে স্বজনরাসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার সেখানে গিয়ে লাশ শনাক্ত করে।
সেরা টিভি/আকিব