স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্যে এবার টাকার অংকে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়লেও মোট বাজেটের হারে গতবারের তুলনায় বেড়েছে সামান্যই।
বাজেটে কোভিড নাইন্টিন মোকাবেলায় বিগত বছরের মতো এবারো জরুরি চাহিদা মেটানোর জন্য দশ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিকেলে বাজেট অধিবেশনে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
করানোর অতিমারীতে সবার দৃষ্টি ছিলো স্বাস্থ্যখাতে বরাদ্দ নিয়ে। ২০২১-২২ অর্থ বছরে খাতটিতে উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে তেরো হাজার কোটি টাকা। যা মোট উন্নয়ন বাজেটের ৫.৮ শতাংশ। অথচ গত বছর স্বাস্থ্যখাতে উন্নয়ন বাজেট রাখা হয়েছিলো ৬ দশমিক এক শতাংশ।
তেমনি সমগ্র বাজেটে স্বাস্থ্য খাতে এবার রাখা হয়েছে ৩২ হাজার ৭শ ৩১ কোটি টাকা। যা মোট বাজেটের ৫.৪ শতাংশ। অথচ গত বছরের বাজেটে তা ছিলো ৫.২ শতাংশ।
এবারের বাজেটে করোনাকালীন জরুরি চাহিদা মেটানোর জন্য দশ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাজেট বক্তৃতায় স্বাস্থ্য খাতে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সেরা টিভি/আকিব