স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের কারণে ভারতে আইপিএলের ১৪তম আসর স্থগিত হয়ে যায়। এমন পরিস্থিতিতে দেশটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কি-না এ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এ কারণে বিকল্প ভেন্যু হিসেবে নাম উঠেছিল সংযুক্ত আরব আমিরাতের। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য আরেকটি বিকল্প ভেন্যু হিসেবে নাম শোনা যাচ্ছে ওমানের। শেষ পর্যন্ত আরব আমিরাতে না হলে ওমানে হতে পারে এবারের টি-টোয়েন্টি বিশ্ব আসর।
মঙ্গলবার আইসিসির সভায় আলোচনা হয়েছে এ বিশ্বকাপ নিয়ে। বিশ্বকাপ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত দিতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে তাদের। তবে ভারতের মাটিতে খেলা না হলেও মূল আয়োজক হিসেবে তারাই থাকছে।
রাতেই এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘আয়োজক দেশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই মাসের শেষ দিকে। তবে টুর্নামেন্ট যেখানেই সরে যাক, বোর্ড নিশ্চিত করেছে এর আয়োজন স্বত্ব বিসিসিআইয়ের কাছেই থাকবে।’ ভারতে কভিড মহামারির ভয়ঙ্কর অবস্থার কারণেই শঙ্কা দেখা দিয়েছে সেখানে বিশ্বকাপ আয়োজন নিয়ে। আগামী অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ওই সময় ভারতে কভিডের তৃতীয় ঢেউ আসতে পারে। আইসিসির মূল শঙ্কার জায়গা এখানেই।
তাছাড়া, কভিডের কারণে অনেক দেশই ভারতকে লাল তালিকায় রেখে যোগাযোগ নিষিদ্ধ রেখেছে। এক্ষেত্রে ভ্রমণ জটিলতাও একটি দুর্ভাবনার জায়গা।
সেরা টিভি/আকিব