বিবৃতিতে ঢাকায় চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে করোনা মহামারির সর্বশেষ পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে চীন। মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের এক জটিল সময় চলছে। চীন বন্ধুপ্রতীম বাংলাদেশে টিকার জরুরি প্রয়োজন ও টিকা সরবরাহের ঘাটতির বিষয়ে উদ্বিগ্ন।
দূতাবাস জানায়, ভবিষ্যতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে মহামারির বিরুদ্ধে লড়াই করতে, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে এবং দুই দেশের জনগণের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা দিতে প্রয়োজনীয় সহায়তা দিতে চীন রাজি। এর আগে, চীন বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয়।
সেরা টিভি/আকিব