কাল থেকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে টিসিবি - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
কাল থেকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে টিসিবি - Shera TV
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

কাল থেকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে টিসিবি

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার:

রোববার (০৬ জুন) থেকে আবারও ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এরই মধ্যে এ-সংক্রান্ত প্রস্তুতি শেষ করেছে তারা।

শনিবার (৫ জুন) টিসিবির চেয়ারম্যানের দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।টিসিবি কোভিড-১৯ চলাকালে সাধারণ আয়ের জনগণের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ভ্রাম্যমাণ ট্রাক ও ডিলারের মাধ্যমে বিক্রয় কার্যক্রম শুরু করছে। এর আগে গেল রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনসাধারণের প্রত্যাশিত সেবা নিশ্চিত ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে গত ৩০ এপ্রিল থেকে ‘সেবা সপ্তাহ’ কার্যক্রম পরিচালনা করে টিসিবি। সেই কার্যক্রমে গেল ৯ মে পর্যন্ত পণ্য বিক্রি করা হয়।

টিসিবি জানিয়েছে, রোববার থেকে আবারও দেশব্যাপী ৪০০টি ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি হবে। এর মধ্যে ঢাকা শহরে ৮০টি, চট্টগ্রাম শহরে ২০টি ট্রাকে বিক্রয় কার্যক্রম চলবে। টিসিবির এবারের কার্যক্রম চলবে ১৭ জুলাই পর্যন্ত।

টিসিবি প্রতি কেজি চিনি ও মসুর ডাল বিক্রি করবে ৫৫ টাকা দরে। আর সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রি করা হবে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360