এদিকে, নবজাতককে দত্তক নিতে বাগেরহাট শিশু কল্যাণ বোর্ডের কাছে আবেদন করেছেন একাধিক দম্পতি। স্থানীয়রা জানান, গভীর রাতে কান্নার শব্দ টের সাইদুল ইসলামের চায়ের দোকানের পেছনে রাখা ক্যারাম বোর্ডের ওপরে নবজাতকটিকে স্থানীয় ইমরান শেখের স্ত্রী লিজা বেগম উদ্ধার করে। পরে তারা ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানায়। পুলিশ নবজাতকটিতে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নবজাতকটিতে উদ্ধারকারী লিজা বেগম বলেন, রাত ৩টার দিকে কান্নার আওয়াজ পেয়ে তিনি প্রথম মনে করেছিলেন এটা কোন পাখির ডাক। পরে ওই স্থানে গিয়ে বাচ্চাটিকে দেখতে পেয়ে তাকে ঘরে নিয়ে আসেন। এরপর তাকে পরিস্কার করা হয়। পরে পুলিশকে খবর দেয়া হয়েছিলো।
সেরা টিভি/আকিব