নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি কার্টুনিস্ট কিশোরের শরীরে - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি কার্টুনিস্ট কিশোরের শরীরে - Shera TV
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি কার্টুনিস্ট কিশোরের শরীরে

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

ডেস্ক রিপোর্টার:

কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোরের শরীরে নির্যাতনের কোনো চিহ্ন পায়নি মেডিকেল বোর্ড। তিন সদস্যের মেডিকেল বোর্ড বলছে, কিশোরের শরীরে আঘাতের কোনো চিহ্ন নাই। তবে এ বিষয়ে চূড়ান্তভাবে নিশ্চিত হতে এবং পরবর্তী মূল্যায়নের জন্য আরও তদন্ত প্রয়োজন রয়েছে। এই প্রতিবেদন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সেরেস্তাখানায় জমা রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, মেডিকেল বোর্ডের রিপোর্ট দাখিল হয়েছে। তবে সেখানে কি আছে আমি বলতে পারব না। যখন রিপোর্ট আদালতে পেশ করা হবে তখন বলা যাবে।

গত ১০ মার্চ নির্যাতনের অভিযোগে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলা করেন কার্টুনিস্ট কিশোর। ২০১৩ সালে প্রণীত নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে ওই মামলা করা হয়। ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ কার্টুনিস্টের জবানবন্দি রেকর্ড করে মেডিকেল বোর্ড গঠনের আদেশ দেন। এরপরই গত ১৬ মার্চ কিশোরের স্বাস্থ্য পরীক্ষার জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

ওই বোর্ডের সদস্যরা হলেন- নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক শেখ নুরুল ফাত্তাহ রুমি (প্রধান), মেডিসিন বিভাগের অধ্যাপক হাফিজ সরদার এবং অর্থোপেডিক এবং ট্রমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ফখরুল আমিন খান। এই বোর্ডের সদস্যরা কিশোরের স্বাস্থ্য পরীক্ষা করে আদালতে প্রতিবেদন জমা দেয়।

এদিকে মেডিকেল রিপোর্ট জমা হলেও পিবিআইয়ের তদন্ত এখনো শেষ হয়নি বলে জানা গেছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360