স্পোর্টস ডেস্ক:
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের আলাদা ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বুধবার ভোর ৫টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। খেলা শুরু ভোর সাড়ে ৬টায়। কোপা আমেরিকা হওয়া নিয়ে এখনো আছে সংশয়। দলগুলো চাচ্ছেনা করোনার এ অবস্থায় হোক লাতিন অঞ্চলের সবচেয়ে বড় টুর্নামেন্টটি। তবে এর মধ্যে থেমে নেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো। যেখানে ইউরোপের দলগুলো প্রীতি ম্যাচে নিচ্ছে ইউরোর প্রস্তুতি সেখানে বিশ্বকাপ বাছাইয়ে লড়ছে লাতিন অঞ্চলের সব দল।
শেষ ম্যাচে চিলির সাথে পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ কলম্বিয়া তাদের শেষ ম্যাচে পেরুকে ৩-০ গোলে হারিয়ে ফিরেছে জয়ে। তবে হেড টু হেডে এগিয়ে আছে মেসিরা। মুখোমুখি হওয়া ৪০ ম্যাচে আর্জেন্টিনার জয় ২৪টি, ৭টি ড্র ও হেরেছে ৯টিতে।
লিওনেল মেসির পেনাল্টিতে পয়েন্ট পায় আলবিসেলেস্তেরা। তবে ফ্রন্টলাইন নিয়ে ভাবনা থাকছেই কোচ লিওনেল স্কোলানির। বিশ্বকাপ বাছাইয়ে গোল পাচ্ছেনা আকাশী-নীলদের ফরোয়ার্ডরা। গত ম্যাচে বিশ্রামে থাকা সার্জিও আগুয়েরো ফিরতে পারেন দলে।
সেরা ফর্মে আছে ব্রাজিল। বাছাই পর্বের ৫ ম্যাচ থেকে পেয়েছে পূর্ণ পয়েন্ট। তিতের অধীনে খেলা ৫৩ ম্যাচে তারা হেরেছে মাত্র ৪টিতে। তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে ড্র নিয়ে মাঠ ছেড়েছে উরুগুয়ের বিপক্ষে। তাই ফেভারিট হয়েই মাঠে নামবে নেইমাররা।
রিচার্লিসন ও নেইমারের গোলে শেষ ম্যাচে জয় পায় ব্রাজিল। এ ম্যাচেও ফ্রন্ট লাইন এক রেখেই নামতে পারে সেলেসাওরা। তবে স্ট্রাইকার পসিশনে জেসুস ও ফিরমোনর মধ্যে লড়াইটা জমেছে। আর মাঝমাঠে দেখা যাবে অধিনায়ক ক্যাসেমিরো, ডগলাস লুইজদের। ডিফেন্স সামলাবেন ড্যানিলো, মিলিতাওরা।
সেরা টিভি/আকিব