অনলাইন ডেস্ক:
ইন্টারনেট বিভ্রাটে টুইটার, অ্যামাজনসহ বিশ্বের বড় বড় সাইটগুলোতে বিপত্তি দেখা দিয়েছে।
বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না। মঙ্গলবার বিভিন্ন দেশ থেকে এসব ওয়েবসাইটে ভিজিটররা প্রবেশ করতে পারছেন না। এমন কী ব্রিটিশ সরকারের মূল ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না।
তবে, কি কারণে এ বিপত্তি তা জানা যায়নি। সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ধারণা করা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক দ্রুততার কারণে এ সমস্যা হচ্ছে। তবে, দ্রুতই সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
সেরা টিভি/আকিব