যে কারনে কনডম বিতরন করেও ব্যাবহারে নিষেধাজ্ঞা দিল অলিম্পিক আয়োজকরা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
যে কারনে কনডম বিতরন করেও ব্যাবহারে নিষেধাজ্ঞা দিল অলিম্পিক আয়োজকরা - Shera TV
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

যে কারনে কনডম বিতরন করেও ব্যাবহারে নিষেধাজ্ঞা দিল অলিম্পিক আয়োজকরা

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

অনলাইন ডেস্ক:

আগামী ২৩ জুলাই থেকে জাপানের টোকিও শহরে অলিম্পিক গেমসের আসর বসতে চলেছে। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। ইতোমধ্যেই এই টুর্নামেন্টের প্রস্তুতি চলছে জোর কদমে। সেইসংক্রান্ত নতুন নতুন খবর পাচ্ছি আমরা। তবে এবার এমন খবর সামনে এসেছে যা শুনে সবার চক্ষু চড়কগাছ।

জানা গেছে, টুর্নামেন্টের আয়োজকরা অ্যাথলিটদের কনডম বিতরণ করছেন। তবে এখানে একটা ট্যুইস্টও রয়েছে। আসলে, কনডম দেওয়া হলেও, এবছর অ্যাথলিটরা তা ব্যবহার করতে পারবেন না।

কনডম প্রসঙ্গে টুর্নামেন্টের আয়োজকরা জানিয়েছেন যে অ্যাথলিটরা গেম ভিলেজে এই কনডম ব্যবহার করতে পারবেন না। স্মৃতি হিসেবে তাঁরা এই কনডম বাড়ি নিয়ে যেতে পারবেন।

বিশ্বের বড় বড় টুর্নামেন্টগুলোতে কনডম বিতরণ নতুন কিছু নয়। তবে করোনা মহামারির কারণে এবারের অলিম্পিক আসরে খেলোয়াড়দের সবাইকে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে। যে কারণে অ্যাথল্যাটরা গেম ভিলেজে এই কনডম ব্যবহার করতে পারবেন না। এছাড়া অন্য একটি কারণও রয়েছে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এইডসের সচেতনতা বাড়ানোর জন্য এই কনডম বিতরণের কর্মসূচি শুরু করে। সেই পরম্পরা বজায় রেখেছে অলিম্পিক কমিটি। অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী অ্যাথল্যাটদের গেমস ভিলেজে বিনামূল্যে কনডম বিতরণ করা হয়। এবছর কমিটির পক্ষ থেকে ১.৬ লাখ কনডম বিতরণ করা হয়। অর্থাৎ প্রত্যেক অ্যাথল্যাটকে ১৪টি করে কনডম বিলি করা হবে। কিন্তু এ বছর, তাদের এই কনডম না ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অলিম্পিক কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে অ্যাথল্যাটরা একে অপরকে যেন স্পর্শ না করেন। বাইরের কেউ আসার তো প্রশ্নই আসে না। করোনা মহামারীর কারণে অ্যাথল্যাটদের এই কঠিন সময়ে শারীরিক দুরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটি এই নির্দেশাবলী ৩৩ পাতার একটা প্লেবুকে ছাপার অক্ষরে প্রকাশ করেছে। যাতে অ্যাথল্যাটদের শারীরিক দুরত্ব বজায় রাখার জন্য বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং কনডম বাড়িতে নিয়ে যাওয়া ছাড়া তাদের উপায় নেই।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360