অনলাইন ডেস্ক:
চাঁদপুরের ফরিদগঞ্জে ময়লার ভাগাড় থেকে গর্ভপাত হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুন) বিকেলে, উপজেলার রূপসা রাস্তার মোড়ে ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন বলেন, রাস্তার পাশে ময়লার স্তুপে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রূপসা রাস্তার মোড়ে উপজেলা মৎস্য অফিসের পাশে ফরিদগঞ্জ বাজারের ময়লা ফেলার ভাগাড় থেকে একটি অপরিপক্ষ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক ৬ থেকে সাড়ে ৬ মাস।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে কোন মা অবৈধভাবে গর্ভপাত করে বাচ্চাটিকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অবৈধ গর্ভপাতের একটি মামলা দায়ের করা হয়েছে।
সেরা টিভি/আকিব