রেজিস্ট্রেশনের আওতায় আসছে নসিমন-করিমন - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
রেজিস্ট্রেশনের আওতায় আসছে নসিমন-করিমন - Shera TV
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

রেজিস্ট্রেশনের আওতায় আসছে নসিমন-করিমন

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার:

সড়কে শৃঙ্খলা ফেরাতে নসিমন, করিমন এবং ইজিবাইককে রেজিস্ট্রেশনের আওতায় আনার সুপারিশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (১০ জুন) সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ভার্চুয়ালি), এনামুল হক, মো. হাসিবুর রহমান স্বপন, মো. আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন এবং রাবেয়া আলীম অংশগ্রহণ করেন।

বৈঠকে সড়ক ও জনপথ অধিদফতরের সিলেট জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে সড়ক ও মহাসড়কের স্পিড ব্রেকার অপসারণ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যে নীতিমালা তৈরি করে নসিমন, করিমন এবং ইজিবাইককে রেজিস্ট্রেশনের আওতায় আনার সুপারিশ করা হয়।

সেরা টিভি/আকিব

 

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360