স্টাফ রিপোর্টার:
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বিয়ে করতে যাচ্ছেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার প্রায় আড়াই বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ৬৫ বছর বয়সী নূরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার মন্ত্রী নিজেই গণমাধ্যমকে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিয়ের ব্যাপারটি কিছু দূর এগিয়েছে। সবকিছু চূড়ান্ত হলে আমি নিজেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাব। এক ছেলে ও দুই মেয়ের বাবা রেলমন্ত্রী সুজনের প্রথম স্ত্রী নিলুফার জাহান ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে মারা যান। তাদের তিন সন্তানেরই বিয়ে হয়েছে।
সেরা টিভি/আকিব