স্টাফ রিপোর্টার:
‘আই অ্যাম বাংলাদেশি’ নামে একটি পেজ ব্যবহার করেও নানা ধরনের গুজব ও বিভ্রান্তি ছড়ানোয় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও বিতর্কিত সামিউল ইসলাম খান ওরফে সামি ওরফে সায়ের জুলকার নাইনসহ সাতজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তাদের ডিজিটাল নিরাপত্তা আইনে আসামি করা হয়েছে।
‘আই অ্যাম বাংলাদেশি’ পেজ ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগে এর আগে ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হলেও পুলিশের প্রথম তদন্তে সামির সঠিক নাম-ঠিকানা ও পরিচয় বের করা যায়নি। তাই সামিসহ আটজনকে অব্যাহতি দিয়ে রমনা থানা পুলিশ চার্জশিট দিয়েছিল। এরপর আদালতের নির্দেশে মামলার অধিকতর তদন্ত করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
দ্বিতীয় দফার তদন্তে কার্টুনিস্ট কিশোর ও সামি ছাড়াও দিদারুল ভূঁইয়া, মিনহাজ মান্নান ইমন, তাসনিম খলিল, আশিক ইমরান ও ওয়াহিদুন নবীকে আসামি করা হয়েছে। মৃত্যুর কারণে লেখক মোশতাক আহমেদকে চার্জশিটভুক্ত করা হয়নি। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় ব্লগার আসিফ মহিউদ্দিন ও সাংবাদিক সাহেদ আলমকে অভিযোগপত্রের বাইরে রাখা হয়েছে।
সেরা টিভি/আকিব