স্টাফ রিপোর্টার:
করোনায় এবারো হজে যেতে পারবেন না বাংলাদেশসহ অন্য কোনো দেশের নাগরিক; হজ করার সুযোগ পাবেন শুধু সৌদি আরবে অবস্থানকারীরা। আরব নিউজ জানিয়েছে, এ বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজ্ব করতে যেতে পারবেন না। সৌদি নাগরিক ও সেখানে বসবাসকারী ৬০ হাজার মানুষকে এবার হজ্বের জন্য অনুমতি দিয়েছে সৌদি সরকার।
এতে বলা হয়েছে শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সীরাই হজ্ব করতে পারবেন তবে তাদের অবশ্যই করোনার টিকা দেয়া থাকতে হবে। এদিকে করোনার কারণে গত বছর ৬১ হাজার বাংলাদেশি নিবন্ধন করেও হজ্ব করতে পারেন নি। এছাড়া গত বছর এপ্রিলে সামাজিক দূরত্ব মেনে এক হাজারেরও কম সংখ্যাক সৌদি নাগরিক ওমরাহ পালন করেন। ধর্ম প্রতিমন্ত্রী জানান, সৌদি সরকার হজে যাওয়ার সুযোগ দিতে না পেরে দুঃখ প্রকাশ করেছে।
সেরা টিভি/আকিব