যুক্তরাষ্ট্রের সিনেট হাউজের মেজরিটি লিডার সিনেটর চাকশুমার বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে দেয়ার জন্য ৫০০ মিলিয়ন ভেক্সিন কিনেছে যুক্তরাষ্ট্র। তার থেকে ৭ মিলিয়ন বা ৭০ লক্ষ ভেক্সিন বাংলাদেশের জন্য বরাদ্ধ দেয়া হয়েছে। তবে আমি চাইবো আরো বেশি ভেক্সিন যেন বাংলাদেশ পায়। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে বাইডেন প্রশাসন। মায়ানমারের মত একটি বৌদ্য সম্প্রদায় অধ্যুষিত দেশ কিভাবে রোহিঙ্গা দের উপর এতটা অমানবিক হতে পারে।
সিনেটর চাকশুমার স্থানীয় সময় শুক্রবার বিকেলে নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিনেটর চাকশুমার বলেন, ইমিগ্র্যান্টরা এদেশের জন্য আশীর্বাদ। বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আরো বেশি ইমিগ্র্যান্ট আনতে ব্যবস্থা নিচ্ছে বর্তমান সরকার। শুধু তাই নয়, ১১ মিলিয়ন আন ডকুমেন্টেটকে সিটিজেনশীপ দিতে ব্যবস্থা নেয়া হচ্ছে। বাংলাদেশী আমেরিকান সোসাইটির সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিউইয়র্কে প্রবীন বাংলাদেশী নেতা মোর্শেদ আলম, এটর্নী মঈন চৌধুরী,বাংলাদেশী আমেরিকান সোসাইটির সেক্রেটারী আমিন মেহেদী, স্টেট এসেম্বলীম্যান ডেভিড ইউপ্রিন,কাউন্সিলওম্যান এন্ড্রিয়া এডাম, কাউন্সিলম্যান জিন জিনারোসহ মুলধারার নিউইয়র্ক সিটির মূলধারার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে চিকিসা ও শিক্ষায় সেরা সফলতার জন্য বাংলাদেশী বংশোদ্ভূত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা সনদ প্রদান করেন সিনেটর চাকশুমার। এছাড়া নিউইয়র্কের কলেজ ট্রাষ্ট্রি বোর্ডে একজন বাংলাদেশী প্রতিনিধি দেয়ার ঘোষনা দেন সিনেটর চাকশুমার।