অনলাইন ডেস্ক:
ফিলিস্তিনের ওপর বর্বর ইসরায়েলি হামলা যখন চলছিল তখন এদেশে একশ্রেণির মানুষ ফিলিস্তিনকে সহায়তার জন্য উন্মুখ হয়েছিলেন। সুযোগ পেয়েই আর্থিকভাবে সাহায্য করতে শুরু করেন দেশের সাধারণ ধর্মপ্রাণ জনগণ। আর এই সুযোগকেই কাজে লাগিয়েছে দিনাজপুরের এক যুবক।
ফয়সাল ইয়াসিন আরাফাত ফয়সাল নামের ওই যুবকের ফিলিস্তিনে সহায়তার নামে টাকা তুলে খরচ করেছেন প্রেমিকাদের সঙ্গে ফূর্তির কাজে। এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান।
তিনি বলেন, ফয়সালের একাধিকা গার্লফ্রেন্ড। সে ফিলিস্তিনে সহায়তার নামে টাকা তুলে গার্লফ্রেন্ডদের সঙ্গে ফূর্তি করেছে। ফেসবুকে ফিলিস্তিনের মান্যবর রাষ্ট্রদূতের ছবি দিয়েছে। সেখানে ফিলিস্তিনের জনগণকে সহযোগিতা করার জন্য বাংলাদেশি লোকদের কাছে সাহায্য আহ্বান করে। কাজটি করতে গিয়ে সে নিজের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেছে।
সেরা টিভি/আকিব