স্টাফ রিপোর্টার:
রাজধানীর উত্তরা এলাকায় আমদানি রপ্তানি ব্যবসার জন্য বায়িং হাউজের নামে একটি অফিস ভাড়া নেয় চক্রটি। পরে সেখানে তারা প্রক্রিয়াজাত শুরু করে ভয়ানক মাদক আইসের। তবে সেটাও আবার নকল। আইস ছাড়াও ইয়াবার রং পরিবর্তন করা, ঝাক্কি মিক্স বা ককটেলের মতো মাদক প্রস্তুত হতো সেখানে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জুন) রাতে উত্তরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের মূলহোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলেন- চক্রের মূলহোতা মো. তৌফিক হোসাইন, মো. জামিরুল চৌধুরী ওরফে জুবেইন, আরাফাত আবেদীন ওরফে রুদ্র, রাকিব বাসার খান, সাইফুল ইসলাম ওরফে সবুজ ও খালেদ ইকবাল।
অভিযানে তাদের কাছ থেকে নকল আইস, ইয়াবা, বিদেশি মদ, গাঁজা এবং বিভিন্ন মডেলের ১৩টি বিদেশি অস্ত্র, রেপলিকা অস্ত্র ও ইলেকট্রিক শক যন্ত্র, মাদক সেবনের সরঞ্জাম ও ল্যাবরেটরির নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেরা টিভি/আকিব